লালন ফকিরের গান । কুষ্টিয়ায় ধারণকৃত। গাইছেন রেজা ফকির।
জয় গুরু
স্মরণ করি লালন ফকির কে। তাঁর জীবনকে। তাঁর কথায় যে গান রচিত হয়েছিল আজ থেকে বহু বছর আগে, এই বাংলায়। স্মরণে রাখি তাঁর প্রজ্ঞা, বোধ পরিমিতিকে। ভালবাসার যে জীবন দরশন তিনি তাঁর গানে এবং জীবন যাপন পদ্ধতিতে ধারণ করেছিলেন, স্মরণ করি তারে।