ডুগি একতারা এবং গাইছেন রেজা ফকির
খমক বাজাচ্ছেন পরান
কোন সাধনে তারে পাই
আমার জীবনেরও জীবন যে গো সাঁই
সাধক সিদ্ধ বৈরাগ্য ভাব
তাতেও যদি হয় চরণ লাভ
তবে দয়াময় কেন সর্বদাই
বিধি ভক্তি বোলে দুষিলেন তাই
সাধিলে যোগ সিদ্ধির ঘরে
আবার শুনি পায়না তারে
সাধক যে ব্যাক্তি পেলো সে মুক্তি
আবার শুনি ঠকে যাবে রে ভাই
কোন সাধনে তারে পাই
গেলনা রে মনের ভ্রান্ত
পেলাম না সাঁইর ভাবের অন্ত
বলে মুঢ়হ লালন ভব্যা সে মন
কি করিতে এসে কি করে যাই ।
কোন সাধনে তারে পাই ।